যুক্তরাজ্যে গ্রেফতার ৫ ব্রিটিশ মুসলিম: অভিযোগ সন্ত্রাসবাদ

যুক্তরাজ্যে গ্রেফতার ৫ ব্রিটিশ মুসলিম: অভিযোগ সন্ত্রাসবাদ

‘সন্ত্রাসী কার্যকলাপ ঘটানোর ইচ্ছা পোষণ’ এবং অপরকে ‘সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ’ করার অভিযোগে ৫ ব্রিটিশ মুসলিম নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে’ পাকিস্তান সফরের অভিযোগ আনা হয়েছে। অপর দুইজনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কার্যকলাপ ঘটাতে ইচ্ছুকদের বিভিন্ন ভাবে সহযোগিতার’ অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন লন্ডন পুলিশের সাবেক কর্মকর্তা। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে স্কটল্যান্ড ইয়ার্ড জানায় গ্রেফতারকৃতদের মধ্যে ২৯ বছর বয়সী রিচার্ড ডার্ট, ২১ বছর বয়সী ইমরান মাহমুদ এবং ২৬ বছর বয়সী জাহাঙ্গীর আলম ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত পাকিস্তান ভ্রমন করেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিপ্রায়ে প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্যেই তারা পাকিস্তান সফর করেন বলে অভিযোগ করা হয় স্কটল্যান্ড ইয়ার্ডের ওই বিবৃতিতে। এছাড়া পাকিস্তানে ভ্রমনের উপায় ও সন্ত্রাসী প্রশিক্ষণ গ্রহণের বিভিন্ন নির্দেশনা অন্যান্যদের সরবরাহ করারও অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

গ্রেফতার হওয়া অপর দু’জন ২২ বছর বয়সী রুখসানা বেগম এবং ৪৭ বছর বয়সী খালিদ জাভেদ বাকার বিরুদ্ধে ওই তিনজনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়।

চলতি মাসের প্রথম দিকে এই ৫ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর আলম লন্ডন পুলিশে সাপোর্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানানো হয় বিবৃতিতে।

আন্তর্জাতিক