বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) এমডি হিসেবে যোগ দিয়েছেন ইনামুর রহমান। গত ১৭ জুলাই এই পদে যোগ দেন তিনি। এর আগে ২০০৫ সাল থেকে তিনি একই কোম্পানির ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্স এর উপর স্মাতক (সম্মান) ও স্মাতোকোত্তর ডিগ্রি লাভের পর তিনি ১৯৭৯ সালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) অফিসার পদে কর্মজীবন শুরু করেন। পরে প্রায় ১৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আইসিবি ছাড়ার পর তিনি প্রায় ৫ বছর তমিজউদ্দিন টেক্সটাইল মিলস এ কোম্পানি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি বিআইএফসির ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেন এবং ২০০৫ সালে কোম্পানির ডিএমডি পদে পদোন্নতি পান।