ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এর আগে সোমবার তেল আবিবের দক্ষিণের ওই শহরে এক ইসরায়েলি ইহুদি, মুসা হাসুনা নামে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যার পর থেকে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।
ইসরায়েল সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রতিরক্ষা ও জননিরপত্তামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে তা মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।
দক্ষিণ ইসরায়েলে আল জাজিরার এক প্রতিবেদক হ্যারি ফকেট বলেন, গত কয়েক ঘণ্টা ধরে শহরে সহিংসতার বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে।