বুলগেরিয়ায় আত্মঘাতী হামলায় ৫ ইসরায়েলি নিহত

বুলগেরিয়ায় আত্মঘাতী হামলায় ৫ ইসরায়েলি নিহত

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে যাদের মধ্যে ৫ জন ইসরায়েলি। কর্মকর্তারা বলছেন, ধারণা করা হচ্ছে হামলাকারী একজন পুরুষ এবং তিনি ভুয়া মার্কিন পরিচয়পত্র ব্যবহার করেছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, কৃষ্ণসাগরের পার্শ্ববর্তী বুরগাস বিমানবন্দরে ইসরায়েলি পর্যটকদের বহনকারী বাসটি লক্ষ্য করে হামলা হয়। এতে কমপক্ষে ৩৪ জন আহত হয়েছে।

ইসরায়েল হতাহতদের দেশে ফেরত আনতে ইতোমধ্যে চিকিৎসক ও কর্মকর্তাসহ বুরগাসে বিমান পাঠিয়েছে বলে জানা গেছে।

এদিকে, এ হামলার জন্য ইরানকে দায়ী করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, “ইরানের পৃষ্ঠপোষকতায় লেবাননের হেজবুল্লাহ সংগঠন এ হামলা চালিয়েছে।”

নিহতদের মধ্যে পাঁচ জন পর্যটক, বাসের চালক এবং হামলাকারী মিলিয়ে মোট সাত জন বলে নিশ্চিত করেছে বুলগেরিয়া কর্তৃপক্ষ।

অপরদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিহয়াহু গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, “সব আলামত অনুযায়ী এটা স্পষ্ট যে, এর পেছনে ইরানই রয়েছে।” ইরানি সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া ভাষায় জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, “এর আগে ভারত, থাইল্যান্ড, আজারবাইজান, কেনিয়া এবং সাইপ্রাসে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে যে ধরনের হামলা হয়েছিল এ হামলা তার অনুরূপ।”

তবে তিনি স্বীকার করেছেন, এ হামলার ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে কোনো আগাম তথ্য ছিল না।

ইরান এসব অভিযোগ অস্বীকার করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাস্যকর’ ও ‘অতি উৎসাহী’ বলে বর্ণনা করেছে। ইরানের একটি টেলিভিশনের ওয়েবসাইটে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। অবশ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

 

আন্তর্জাতিক