পরিবহন সেক্টরে চাঁদাবাজি এখনও চলছে: যোগাযোগমন্ত্রী

পরিবহন সেক্টরে চাঁদাবাজি এখনও চলছে: যোগাযোগমন্ত্রী

পরিবহন সেক্টরে এখনও চাঁদাবাজি চলছে স্বীকার করে এর প্রতিরোধে জনগণের সহযোগিতা চেয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট বিকল্প সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, “পরিবহন সেক্টরে  চাঁদাবাজি এখনও চলছে। চাঁদাবাজ যেই হোক না কেনো তাদের কঠোরভাবে দমন করা হবে। চাঁদাবাজির কারণেই ভাড়া বৃদ্ধিসহ পরিবহনখাতে নৈরাজ্য সৃষ্টি হয়।”

এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকেও সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।

তিনি ঢাকা-চট্টগ্রাম বিকল্প সড়কের টঙ্গী স্টেশন রোড-মিরের বাজার-কাঞ্চন ব্রিজ-মদনপুর সড়কটি পরিদর্শন করেন। এছাড়াও ঢাকা-সিলেট বিকল্প সড়কের টঙ্গী স্টেশন রোড-মিরের বাজার-ঘোড়াশাল সেতু হয়ে পাঁচদোনা সড়কের কিছু অংশও পরিদর্শন করেন।

মন্ত্রী জানান, ঢাকা-সিলেট বিকল্প সড়ক টঙ্গী স্টেশন রোড-মিরের বাজার-ঘোড়াশাল সেতু-পাঁচদোনা সড়কটি বর্ষার পরই আঠারো ফুট থেকে চব্বিশ ফুটে উন্নীতকরণের কাজ শুরু হবে।

সড়ক পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমার আসল লক্ষ্য। আগামী রমজান এবং ঈদে জনগণের যাতায়াতে যাতে ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং যাত্রাবাড়ী ফ্লাইওভারের জন্য তৈরি যানজট কমানোর উদ্দেশ্যে তিনটি বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে। বিকল্প সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো সমস্যা থাকলে ভ্রাম্যমান টিম তাৎক্ষণিকভাবে মেরামত করে যান চলাচল স্বাভাবিক রাখবে।”

সড়ক পরিদর্শনকালে সড়ক বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী ও অন্য কর্মকর্তারা ছিলেন মন্ত্রীর সঙ্গে।

বাংলাদেশ