কালকিনির শেখ হাসিনা উইমেন্স কলেজ অ্যান্ড একাডেমিতে শতভাগ উত্তীর্ণ

কালকিনির শেখ হাসিনা উইমেন্স কলেজ অ্যান্ড একাডেমিতে শতভাগ উত্তীর্ণ

১শ ২৬ জন জিপিএ-৫সহ ৩শ ৫ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়ে মাদারীপুর জেলায় কালকিনি শেখ হাসিনা উইমেন্স কলেজ অ্যান্ড একাডেমি এবারের এইচএসসি পরীক্ষায় সেরা কলেজ হয়েছে।

জেলা প্রশাসক মো. নুর উর রহমান প্রত্যন্ত জনপদের এই কলেজটিতে উপস্থিত হয়ে ফলাফল ঘোষণার পর কলেজ ক্যাম্পাস জুড়ে আনন্দের জোয়ার বইয়ে যায়।

ছাত্রী ও শিক্ষকরা ঢাক-ঢোলসহ নানান বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গিয়ে উৎসব পালন করেন।

স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার নজরুল হোসেন  কলেজে উপস্থিত হয়ে ছাত্রীদের অভিনন্দন জানান।

বাংলাদেশ