ঈদের পরই ২৫ হাজার প্রাথমিক স্কুল জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এমপি।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় প্রেসক্লাবের বর্ধিত অংশের অডিটরিয়ামে অনন্যা স্যোসাল ফাউন্ডেশন আয়োজিত ‘মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মোতাহার হোসেন বলেন, “রমজানের পরেই ২৫ হাজার প্রাথমিক স্কুল জাতীয়করণ করা হবে।”
তিনি বলেন, “পদ্মাসেতুর জন্য অর্থ সংগ্রহ নিয়ে কিছু মানুষ কথা বলছেন। স্বল্প সময়ের মধ্যে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে। তখন যে কেউ স্বপ্রণোদিত হয়ে সরাসরি টাকা দিতে পারবেন।”
মাদক প্রতিরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা ডাবল স্ট্যান্ডার্ড। ভালো কথাও বলছি আবার খারাপ কাজও করছি। মাদক প্রতিরোধে সবার আগে আমাদের নিজেদের শোধরাতে হবে। আগে নিজের ঘর ঠিক করতে হবে।”
অনন্যা স্যোসাল ফাউন্ডেশনের সভাপতি মজিবুর রহমান খোকনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, দৈনিক স্বাধীনমত পত্রিকার সম্পাদক খন্দকার আলী আজম, কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অনন্যা স্যোসাল ফাউন্ডেশনের উপদেষ্টা ডে. অশোক গুপ্ত প্রমুখ।