বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় জামিনের মেয়াদ ফের ছয় মাস বাড়ালেন হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
আদালতে তারেক রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএইচএম কামরুজ্জামান।
এএইচএম কামরুজ্জামান বলেন, ‘ধানমন্ডির জনৈক আমীন উদ্দিন গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ এ মামলাটি দায়ের করেন। ওইদিনই তারেক রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। একই মাসের ১৭ তারিখে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। পরে আদালতে মামলা বাতিলের আবেদন জানালে ২০০৭ সালের ১৭ এপ্রিল আদালত মামলা স্থগিত করে রুল জারি করেন।’
তিনি বলেন, ‘পরে জামিনের আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন। সর্বশেষ গত ১৯ জানুয়ারি ছয় মাসের জামিন দেন আদালত। আজ আবার আবেদন জানালে জামিনের মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধি করেন।’