শ্রমিক লীগের নতুন সভপতি শুক্কুর, সাধারণ সম্পাদক সিরাজ

জাতীয় শ্রমিক লীগের কাউন্সিলে নতুন কমিটিতে শুক্কুর মাহমুদ সভাপতি এবং সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল হক মন্টু।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনের জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কমিটি ঘোষণা করা হয়।

শ্রমিক লীগের কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ এ কমিটির কথা নিশ্চিত করেন।

বধুবারে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হতে পারে বলেও তিনি জানান।

শুক্কুর মাহমুদ বিদায়ী কমিটির সহ-সভাপতি, সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফজলুল হক মন্টু সহ-সভাপতি ছিলেন।

এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি আবদুল মতিন মাস্টারের সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র। এরপর গঠনতন্ত্রের সংশোধনী এনে কেন্দ্রীয় কমিটি ৩০ সদস্যের পরিবর্তে ৩৫ সদস্যের করা হয়। সংশোধিত শ্রম আইন অনুযায়ীই কমিটিতে এ পরিবর্তন আনা হয়েছে।

রাজনীতি