ক্ষমতাসীন আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার ২০ জুলাই। ওই দিন বিকাল ৫টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
যৌথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।
সভায় সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি অনুরোধ জানিয়েছেন।
বুধবার দলের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।