ইসলামী ব্যাংক-এসআইবিএলের বিরুদ্ধে ব্যবস্থা: গভর্নর

ইসলামী ব্যাংক-এসআইবিএলের বিরুদ্ধে ব্যবস্থা: গভর্নর

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এস‍আইবিএল) বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

বুধবার মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বিষয়টি সম্পর্কে সজাগ। তবে নতুন করে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সজাগ থাকবে কেন্দ্রীয় ব্যাংক।’

তবে ঘটনা আমদানি-রফতানিতে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে গভর্নর বলেন, ‘আমরা প্রত্যেকটি ঘটনা পর্যালোচনা করে দেখছি। তারপর বিষয়টি বলা যাবে। তবে ঐ প্রতিবেদনে একথাও এসেছে, আমরা ব্যাংক দুটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

একই প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরি বলেন, ‘দুটি ব্যাংকের বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগটি ওঠেছে তা পূরনো বিষয়। ২০০৫ থেকে ২০০৭ সালের ঘটনা। বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটি ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। প্রতেকটি ঘটনাকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়া অব্যাহত রয়েছে। বিষয়গুলো অনুসদ্ধানের মধ্যে রয়েছে। ভবিষ্যতে আরও দরকার হলে পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি বলেন, ‘নতুন দুটি আইন করা হয়েছে। আইন দুটি অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশে অর্থপাচার প্রতিরোধ কর্মকাণ্ডকে জোরদার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পিছপা হবে না।’

অর্থ বাণিজ্য