ন্যাটোর ২২ ট্রাক উড়িয়ে দিয়েছে তালেবান

ন্যাটোর ২২ ট্রাক উড়িয়ে দিয়েছে তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বুধবার ন্যাটোর ২২টি রসদবাহী ট্রাক উড়িয়ে দিয়েছে তালেবান। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকগুলোতে সেখানে নিয়োজিত যৌথবাহিনীর জন্য রসদ পরিবহন করা হচ্ছিল।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগে থেকেই স্থাপন করে রাখা বোমা বিস্ফোরণে ট্রাকগুলোতে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ট্রাকগুলো সামানগান প্রদেশে পার্কিং করা ছিল। ন্যাটোর যৌথবাহিনীর রসদ সরবরাহের জন্য ট্রাকগুলো উজবেকিস্তান থেকে আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে যাচ্ছিল।

বুধবার সকালে বিস্ফোরণের ঘটনাটি যখন ঘটে তখন আশপাশে খুব বেশি মানুষ না থাকায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষ জানায়।

আন্তর্জাতিক