৩০ এপ্রিলের পর বেসরকারি চাল আমদানি বন্ধ : খাদ্যমন্ত্রী

৩০ এপ্রিলের পর বেসরকারি চাল আমদানি বন্ধ : খাদ্যমন্ত্রী

বোরো সংগ্রহ কর্মসূচিতে কৃষককে ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে আগামী ৩০ এপ্রিলের পর বেসরকারিভাবে চাল আমদানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৬ এপ্রিল) আসন্ন বোরো সংগ্রহ কর্মসূচি উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা জানান।

বোরো মৌসুম চলছে, এই মুহূর্তে চাল আমদানি অব্যাহত রাখা হবে কি-না। আমদানি অব্যাহত থাকলে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বিষয়টি কতটুকু বিবেচনায় নিচ্ছেন- জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বেসরকারি আমদানিটা বন্ধ হয়ে যাচ্ছে। যতটুকু এলসি খোলা হয়েছে তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে সব চাল আনতে হবে। ৩০ এপ্রিলের পর বেসরকারিভাবে আমদানির কোন চাল আর ঢুকবে না। কৃষকের ক্ষতি হতে পারে এই চিন্তা করেই আমরা ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছি। মাত্র চারদিন বাকি আছে।’

তিনি বলেন, ‘সরকারিভাবে আপৎকালীন মজুত বৃদ্ধির জন্য আমরা টেন্ডার করেছি, সেটার অনেকখানি এসেছে, আরও কিছু রাস্তায় আছে। সেগুলো আসবে। জুন পর্যন্ত যেটা (চাল) আমাদের লাগবে, আপৎকালীন মজুদ রাখতে হবে, সেই কন্ট্রাক্টের চালগুলো আসবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সবাই সিন্ডিকেটের কথা বলি, কিন্তু কেউ সিন্ডিকেট ধরিয়ে দিতে পারি না। আমরাও চেষ্টা করেছি, কোনো সিন্ডিকেট পাইনি। সাপ্লাই বেশি থাকলে কোনো সিন্ডিকেট কাজ করে না। সিন্ডিকেট করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব এই রকম কোনো স্টকের খোঁজ পান…আমরাও খোঁজে আছি।’

বেসরকারিভাবে আমদানির জন্য বরাদ্দ পাওয়া যেসব আমদানিকারক গত ২৫ মার্চ ও ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলেছেন তাদের সব চাল আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাজারজাত করতে হবে। শেষবারের মতো চাল আনার সময় বেধে দিয়ে গত শুক্রবার (২৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে দুটি চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ শীর্ষ খবর