আইনের ব্যাত্যয় ঘটালে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

আইনের ব্যাত্যয় ঘটালে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

মামলা দায়ের করা থেকে শুরু করে মামলার রায় পর্যন্ত কোনো কাজে অবহেলা করে কেউ যদি আইনের ব্যাত্যয় ঘটান, তবে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত ‘সারভাইভারস কনভেনশন’২০১২’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘জীবিকার তাগিদে মানুষ অন্যের দ্বারা প্রভাবিত হয়ে দেশ ছাড়েন। অথচ তারা জানেন না কি অনিশ্চয়তার দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়। যারা মানুষ পাচারের মতো অপরাধ করে অসহায় মানুষদের অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যই বর্তমান সরকার মানবপাচার প্রতিরোধ আইন পাস করেছে। আইনটিকে কার্যকর করতে সরকারের তিনটি মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ।’’

‘‘তারপরও কোনো ভিকটিম যদি বিচার না পান, সহজে মামলা করতে না পারেন, আমাদের কাছে অভিযোগ করুন। আমরা যথাযথ ব্যবস্থা নেবো।’’

মন্ত্রী আরো বলেন, মামলা নেওয়া থেকে শুরু করে মামলার নিষ্পত্তি পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে সময় বেঁধে দেওয়া হচ্ছে, যাতে অযথা সময় নষ্ট না হয়। এছাড়া তদন্তের জন্য প্রত্যেক থানায় আলাদা অফিসারের ব্যবস্থা আছে। এর ফলে অল্পসময়ে মামলার তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়া যাবে।

দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিনামূল্যে আইনগত সুবিধা পৌঁছেছে উল্লেখ করে ব্যারিস্টার শফিক আরো বলেন, বিনা কারণে ও টাকার অভাবে যেন কেউ মামলার মীমাংসা করতে বাধ্য না হন, সেজন্য সরকার অসচ্ছল ব্যক্তিদেরকে বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে। বিচারের বাণী নিভৃতে কাঁদে- একথা যেন কেউ বলতে না পারেন, সেটাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রনজিত কুমার বিশ্বাস, অ্যাডভোকেট তারানা হালিম এমপি, মনোবিজ্ঞানী অধ্যাপক মেহতাব খানম প্রমুখ।

বাংলাদেশ