পদ্মা সেতুর জন্য ফান্ড গঠন করছে আওয়ামী লীগ

পদ্মা সেতুর জন্য ফান্ড গঠন করছে আওয়ামী লীগ

পদ্মা সেতু নির্মাণে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগ। দলের কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য সর্বনিম্ন এক লাখ টাকা তহবিলে জমা দেবেন।

সোমবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এছাড়া সভায় ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র কারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সূত্র জানায়, সৈয়দ আশরাফ বলেছেন, ‘যারা ওয়ান ইলেভেনের সময় বিরাজনীতিকরণের জন্য দল গঠন করে রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিলো। তখন তারা ব্যর্থ হয়েছে।’

‘কিন্তু গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করতে এখন তারা আবার নতুন করে ষড়যন্ত্র করছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করেছে। তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

সভায় বিশ্ব ব্যাংকের পদ্ম সেতুর অর্থায়ন বাতিলে ক্ষোভ প্রকাশ করে আশরাফ বলেন, “বিশ্ব ব্যাংকের কাজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করা।”

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সরকারি সিদ্ধান্ত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সমর্থন দেওয়া হয়েছে।

সভায় আওয়ামী লীগের দলীয় তহবিল থেকে পদ্মা সেতু নির্মাণে ১০ লাখ টাকা এবং কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য সর্বনিম্ন এক লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া, সভায় বুয়েটের শিক্ষকদের সঙ্গে বৈঠকের ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবহিত করেন।

সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ও গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা আইভি রহমানের মৃত্যবার্ষিকী উপলক্ষে ২৪ আগস্টের কর্মসূচি চুড়ান্ত করা হয়।

রাজনীতি