যুদ্ধাপরাধীদের বিচার যতোই অগ্রসর হচ্ছে সংঘাতমুলক রাজনীতি ততোই বাড়ছে বলে জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার সন্ধ্যায় পুড়ে যাওয়া এমসি কলেজ ছাত্রাবাস পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে তিনি একথা জানান।
সিলেট সার্কিট হাউসে ব্রিফিংকালে সুরঞ্জিত বলেন, “এমসি ছাত্রাবাস পোড়ানো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সম্পূর্ণ রাজনৈতিক ঘটনা এবং একটি আদর্শের লড়াই এতে রয়েছে। কারণ, কোন সম্পদ নিয়ে এ ঘটনা ঘটেনি। আদর্শগত রাজনীতির কারণে ঘটনাটি বড় হয়ে গেছে। ঘটনার পেছনের ঘটনা হচ্ছে, উগ্র সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদের উত্থান। তাই এটা নিয়ে অন্য কোন এজেন্ডা যাতে বাস্তবায়িত না হয় সে জন্য সজাগ থাকতে হবে।”
ছাত্রবাস পোড়ানো নিষ্ঠুর ও বর্বরোচিত ঘটনা আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “এ ঘটনা জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িক, বিদ্বেষমূলক ও প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিক্রিয়া। এ ঘটনাকে শুধু আবেগ দিয়ে দেখলে চলবে না। অবশ্যই রাজনৈতিক বিশ্লেষণ দিয়ে দেখতে হবে।”
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, যুবলীগ নেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৮ জুলাই শিবির-ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে শতবর্ষের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুরু থেকেই অগ্নিসংযোগের অভিযোগ ওঠে ছাত্রলীগের টিলাগড় এলাকার আজাদ-রণজিৎ গ্রুপের বিরুদ্ধে।