পদ্মাসেতুর নামে চাঁদা তোলা যাবে না: অর্থমন্ত্রী

পদ্মাসেতুর নামে চাঁদা তোলা যাবে না: অর্থমন্ত্রী

পদ্মাসেতুর নামে কোথাও কোনো চাঁদা তোলা যাবে না বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ে পদ্মাসেতুর নামে চাঁদা তোলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, “চাঁদা তোলার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। সরকার যে দুটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, সে দুটি অ্যাকাউন্টে মানুষ টাকা জমা দেবে।”

যারা চাঁদা তুলছে তাদের প্রসঙ্গে তিনি বলেন, “এরা চাঁদাবাজ, এদের পেটানো উচিত।”

অর্থ বাণিজ্য