দুই ব্রোকার হাউজকে স্টক ডিলার সনদ দিয়েছে এসইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য দুই ব্রোকার হাউজকে স্টক ডিলার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ব্রোকার হাউজ দুটি হলো- মিয়া আব্দুর রশিদ সিকিউরিটিজ লি. এবং শাহজাহান সিকিউটিজ লি.।

মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ওয়েবসাইটে আরও জানানো হয়, মিয়া আব্দুর রশিদ সিকিউরিটিজ লি.-এর সার্টিফিকেট নম্বর- আরইজি.-৩.১/ডিএসই-৫৩/২০০৮/২৭৯। ডিএসইতে এ হাউজের মেম্বার নম্বর ৫৩ এবং ৬ ডিজিটের আইডি নম্বর ডিএলআরএমএআর।

অন্যদিকে, শাহজাহান সিকিউরিটিজ লি.-এর সার্টিফিকেট নম্বর- আরইজি.-৩.১/ডিএসই-৫৩/২০০৮/৩১৭। ডিএসইতে এ হাউজের মেম্বার নম্বর ৬৪ এবং ৬ ডিজিটের আইডি নম্বর ডিএলআরএসএসি।

অর্থ বাণিজ্য