বুধবার থেকে বেক্সিমকোর শেয়ার স্পট মার্কেটে

বিবিধ খাতের বেক্সিমকো লিমিটেড কোম্পানির শেয়ার বুধবার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওযেবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ কোম্পানির শেয়ার আগামী ১৮ থেকে ২২ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে।

উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ২৩ জুলাই।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ দশমিক ৭৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১১৮ দশমিক ৭১ টাকা।

অর্থ বাণিজ্য