সংযুক্ত আরব আমিরাতের উপকূলে মার্কিন নৌবাহিনীর গুলিতে ভারতীয় জেলে নিহত হওয়ার ঘটনায় তদন্ত দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দুবাই উপকূলের নিকটবর্তী সমুদ্রে সোমবার ভারতীয় একটি মাছ ধরার নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ। গুলিতে এক জেলে নিহত হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে আহত হন আরো তিন জেলে।
ভারত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি আবুধাবিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এ ব্যাপারে যথাযথ তদন্তের জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বলে মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন।
এছাড়া ওয়াশিংটনস্থ ভারতীয় দূতাবাস মার্কিন কর্তৃপক্ষকে ঘটনা সম্পর্কে অবহিত করেছে বলে জানিয়েছেন এক ভারতীয় কর্মকর্তা। স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসও এ ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
এদিকে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল ভারতীয় পররাষ্ট্র সচিব রঞ্জন মাঠাইকে ফোন করে এ ঘটনায় তার গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি এ ব্যাপারে পূর্ণ তদন্তেরও আশ্বাস দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এদিকে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র লেফট্যানান্ট গ্রেগ রিয়েলসন বলেন, সর্তকতা সংকেত অবজ্ঞা করায় মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএনএস রাপাহ্যানোক থেকে গুলি ছোড়া হয়।
যে কোনো হুমকির মুখে যুক্তরাষ্ট্রের জাহাজের আতœরক্ষার অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন ‘আমাদের জাহাজ ও সেনাদের জীবন রক্ষাই আমাদের কাছে অগ্রাধিকার পায়।’
স্থানীয় সময় দুপুর দুইটার দিকে উপকূলের ১৬ কিলোমিটার দূরে এ ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
নৌবাহিনী জানিয়েছে ৮১ জন বেসামরিক ক্র ও তিন জন সামরিক অফিসার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দর জেবেল আলিতে যাওয়ার সময় জাহাজটির কাছাকাছি চলে আসে একটি মোটর বোট।
জাহাজের ক্রুরা সর্তকতা সংকেত প্রদান করলেও নৌকাটি তা অবজ্ঞা করে। ফলে আত্মরক্ষার জন্যই জাহাজের ক্ররা গুলি চালাতে বাধ্য হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।