প্রায় ৫ হাজার তালেবানের অস্ত্রত্যাগ, ন্যাটোর দাবি

প্রায় ৫ হাজার তালেবানের অস্ত্রত্যাগ, ন্যাটোর দাবি

এ পর্যন্ত প্রায় ৫ হাজার তালেবান সদস্য তাদের অস্ত্র সর্মপণ করেছে বলে দাবি করেছে ন্যাটো। তাদের অনেকেই এখন ন্যাটোর পুনর্বাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে বলেও দাবি করেছে তারা।

সোমবার আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ডেভিড হুক এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে এই বিপুল সংখ্যক বিদ্রোহী যুদ্ধক্ষেত্র ত্যাগ করলেও তালেবানদের শক্তিতে বড় ধরণের ঘাটতি হয়নি বলে স্বীকার করেন তিনি।

অস্ত্রসর্মপণকারী বিদ্রোহীর সংখ্যা ২০১১ সালের শেষে ৪ হাজার থেকে বেড়ে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

এছাড়া আরো প্রায় ৬শ’ বিদ্রোহী অস্ত্র ত্যাগ করে ন্যাটোর পুনর্বাসন প্রক্রিয়া যোগ দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

২০১০ সাল থেকে এ কর্মসূচি চালিয়ে আসছে ন্যাটো। লড়াই ত্যাগ করে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেওয়া বিদ্রোহীদের প্রতি তিন মাসে ৩শ’ ৬০ মার্কিন ডলার করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ব্রাসেলসে অবস্থিত ন্যাটোর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পুনর্বাসন  প্রক্রিয়ায় অংশ নেওয়া সাবেক তালেবান যোদ্ধাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

ন্যাটোর চলমান কর্মসূচি আফগানিস্তানের উত্তর এবং পশ্চিমাঞ্চলে প্রত্যাশিত সাড়া পাওয়ায় এখন তালেবান অধ্যূষিত আফগানিস্তানের অন্যান্য অঞ্চলে এটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক