টরেন্টোতে বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত

টরেন্টোতে বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত

কানাডার টরেন্টো নগরীতে বন্দুকধারীর নির্বিচার গুলিতে ২ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার দিনের শেষে এ ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছে টরেন্টো পুলিশ কর্তৃপক্ষ।

একটি পার্টি চলাকালীন সময়ে বন্দুকধারী গুলি চালালে পার্টিতে অংশ নেওয়া এক তরুণ ও এক তরুণী নিহত হয় বলে জানায় পুলিশ। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা সম্ভব হয়নি।

গুলিতে আতংকিত হয়ে দৌড়াদৌড়ির কারণে অন্যরা আহত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ বিষয়ে টরেন্টো পুলিশের প্রধান বিল ব্লেয়ার বলেন, টরেন্টোতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়‍া হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক।

বিশ্বের অন্যতম নিরাপদ নগরী হিসেবে অভিহিত হলেও সম্প্রতি টরেন্টোতে আগ্নেয়াস্ত্রজনিত অপরাধের সংখ্যা দিনদিন বেড়েই চলছে।

ছয় সপ্তাহ আগেও  নগরীর একটি শপিংমলে উন্মাদ বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছিলেন।

সোমবারের ঘটনায় পুলিশ একজনকে আটক করতে সক্ষম হলেও তাদের ধারণা এর সঙ্গে আরো কেউ জড়িত আছে।

আন্তর্জাতিক