পাকিস্তানের বন্দর নগরী করাচিতে অজ্ঞাত বন্দুকধারীরা জাতিসংঘের একটি গাড়িতে গুলিবর্ষণ করেছে। এতে পাকিস্তানে নিয়োজিত জাতিসংঘের একজন চিকিৎসক ও গাড়িটির চালক আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘানার নাগরিক ওই চিকিৎসক পাকিস্তানে জাতিসংঘ পরিচালিত পোলিও বিরোধী কর্মসূচিতে কাজ করতেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
মঙ্গলবার নগরীর পূর্বাঞ্চলীয় সোহরাব ঘোট নামের এলাকায় ঘটনা সংঘটিত হয়। এলাকাটি আফগান শরণার্থী অধ্যুষিত বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মরিয়ম ইউনুস জানিয়েছেন, বন্দুকধারীরা মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাড়ি লক্ষ করে গুলি চালায় । এতে সংস্থায় কর্মরত একজন আন্তর্জাতিক কর্মী ও গাড়িটির স্থানীয় চালক আহত হয়েছেন।
ঘানার নাগরিক ওই চিকিৎসক ও তার ড্রাইভারকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিস্থিতি এখন আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
চিকিৎসকের ওপর উদ্দেশ্যমূলক ভাবেই এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছেন স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ সুলতান। পোলিও কর্মসূচির সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে প্রকৃত ঘটনা জানতে তদন্ত অব্যাহত আছে বলে জানান তিনি।
উল্লেখ্য, তালেবানরা এর আগে পাকিস্তানে জাতিসংঘের পোলিও কর্মসূচিকে নিষিদ্ধ ঘোষণা করে।