ভারতে ২৪ ঘন্টায় করোনা শনাক্তে রেকর্ড

ভারতে ২৪ ঘন্টায় করোনা শনাক্তে রেকর্ড

ভারতে মহামারি করোনাভাইরাসের তাণ্ডব আরও বেড়েছে। মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

রোববার (১১ এপ্রিল) এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটিতে শনিবার (১০ এপ্রিল) একদিনে এক লাখ ৫২ হাজার ৮৯৭ জন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন; যা দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড। এ ছাড়া নতুন শনাক্তের হার আগের দিনের তুলনায় পাঁচ শতাংশ বেশি।

এ নিয়ে পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে নতুন করে আরও ৮৩৯ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৬৯ হাজার ৩০৫ জনে।

প্রায় সাড়ে ৬ মাস পরে ভারতে সক্রিয় করোনা রোগী ১০ লাখের ঘরে পৌঁছেছে। আক্রান্ত রোগীদের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, উত্তর প্রদেশ ও কেরালা এই পাঁচ রাজ্যে রয়েছেন ৭২ দশমিক ২৩ শতাংশ।

এদিকে ভারতে টানা পাঁচ দিন এক লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। উদ্বেগজনকভাবে বাড়তে থাকা এই ভাইরাস প্রতিরোধে অনেক রাষ্ট্র রাত্রীকালীন কারফিউ জারি করেছে।

আন্তর্জাতিক শীর্ষ খবর