আইডিবি-সরকার দুই ঋণ-সহায়তা চুক্তিস্বাক্ষর

আইডিবি-সরকার দুই ঋণ-সহায়তা চুক্তিস্বাক্ষর

আশুগঞ্জ পাওয়ার স্টেশন দক্ষতা উন্নয়ন প্রকল্প ও ভোলার ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণে ২০০ মিলিয়ন মার্কিন ডলার এবং ১৮০ মিলিয়ন মার্কিন ডলারের (মোট এক হাজার ৩৭৮ কোটি ৮ লাখ টাকার) দুটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও বাংলাদেশ সরকারের মধ্যে দুটি পৃথক ঋণ-সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত শনিবার সৌদি আরবের জেদ্দায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে।

সোমবার সরকারী তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল মাহমুদ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর পক্ষে আইডিবির প্রেসিডেন্ট ড. আহমদ মোহামেদ আলী এ চুক্তি দুটিতে স্বাক্ষর করেন।

তথ্য বিবরণীতে বলা হয়, দেশের বিদ্যুৎ চাহিদা প্রতি বছর ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। সারা দেশে বিদ্যুতের বর্তমান উৎপাদন ক্ষমতা ৬৯৮৪ মেগাওয়াট (বেসরকারি সেক্টরের ৩৩৯৮ মেগাওয়াটসহ)।

পাওয়ার সিস্টেম ম্যানেজমেন্টে ক্রমবর্ধমান এ চাহিদা ২০১৪ সাল নাগাদ ৯২৬৮ মেগাওয়াট হবে বলে মনে করছে সরকার।

তথ্য বিবরণীতে জানানো হয়, ক্রমবর্ধমান এ বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে সরকার ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার অধীনে ৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি পরিকল্পনা নিয়েছে। এর অধীনে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে দেশের উত্তর-পূর্ব ও পশ্চিম জোনের উৎপাদিত গ্যাসকে কাজে লাগিয়ে স্বল্প খরচের গ্যাসভিত্তিক ‘আশুগঞ্জ পাওয়ার স্টেশন ইপিসিয়েনন্সি ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’ ও ‘কনস্ট্রাকশন অব ভোলা ২২৫ মেওগাওয়াট কমবাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রোজেক্ট’-এ দুটি বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

ভোলা বিদ্যুৎ প্রকল্পটির মাধ্যমে অধিক হারে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের পশ্চিম জোনের বর্তমান চাহিদা ১৩২০ মেগাওয়াট ও উৎপাদনের ১১০০ মেগাওয়াট মধ্যেকার গ্যাস পূরণ করে অনাকাঙ্খিত লোডশেডিং কমানো সম্ভবপর হবে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর বর্তমান এর উৎপাদন ক্ষমতা ৭৭৭ মেগাওয়াট। বর্তমান বিদ্যুৎ কেন্দ্রের পাশে এ বিদ্যুৎ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলে বর্ধিত উৎপাদনের মাধ্যমে দেশের উত্তর জোনের মোট চাহিদার প্রায় ৪০০০ মেগাওয়াটের বিপরীতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি এককভাবে প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। এ বিদ্যুৎ প্রকল্পটিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(এডিবি) সহ-অর্থায়নকারী হিসেবে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ-সহায়তা প্রদান করবে যার চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে।

অর্থ বাণিজ্য