জয়ে শুরু বাংলাদেশের

জয়ে শুরু বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। মাশরাফি বিন মুতর্জার দুর্দান্ত বোলিং, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে প্রথম প্রস্তুতি ম্যাচে লাল-সবুজরা ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকদের।

আয়ারল্যান্ড একাদশ: ১০৩/৬ (ওভার ২০)
বাংলাদেশ: ১০৭/৩ (ওভার ১৪. ২)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড একাদশ। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নাকাল হয় স্বাগতিকরা। মাশারাফি তিনটি, ইলিয়াস সানি দুটি ও মাহমুদউল্লাহ একটি উইকেট নিয়ে ধ্বস নামান স্বাগতিকদের ইনিংসে। শেষপর্যন্ত এন জোনেসের অপরাজিত ৪১ ও হোয়াইটের ১৬ রানের সুবাদে গুটিয়ে যাওয়ার আগে ১০৩ রান করতে পারে আয়ারল্যান্ড।

১৪ রান খরচায় তিনটি উইকেট নেন মাশরাফি। তবে উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন পেসার শফিউল ইসলাম, অলরাউন্ডার সাকিব আল হাসান ও স্পিনার আব্দুর রাজ্জাক। ৪ ওভার বোলিং করে শফিউল ২৯ ও রাজ্জাক ১৪ রান দিয়েছেন। এক ওভার কম বোলিং করে সাকিব দেন ১৩ রান।

জবাবে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জ্বলে উঠার আগে সফরকারীদের উদ্বোধনী জুটি গুঁড়িয়ে দেয় আয়ারল্যান্ডের বোলাররা। সাজঘরে ফেরেন তামিম ইকবাল (৭) ও মোহাম্মদ আশরাফুল (৯)। দু’জনকেই ক্যাচ আউট করেন থমসন।

উদ্বোধনী জুটি ভাঙলেও স্বস্তির নি:শ্বাস নিতে পারেনি আইরিশরা। তামিম ও আশরাফুলের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব ও মুশফিকুর। এই জুটির ব্যাটিং নৈপুণ্যে জয়ের পথ থেকে বিচ্যুত হয়নি বাংলাদেশ। হোয়াইটের বলে বোল্ড হয়ে অধিনায়ক মুশফিক (৪০) যখন সাজঘরে ফেরেন ততক্ষণে দল পৌঁছে গেছে নিরাপদ স্থানে। শেষপর্যন্ত ৩৭ রানের হার না মানা ইনিংস খেলে দলকে গন্তব্যে পৌঁছেই মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

খেলাধূলা