পদক জয়ীদের ডোপ টেস্ট করবে কর্তৃপক্ষ

পদক জয়ীদের ডোপ টেস্ট করবে কর্তৃপক্ষ

অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি প্রতিযোগীর ডোট টেস্ট করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যদিয়ে লন্ডন অলিম্পিক হতে যাচ্ছে বৃহৎ অ্যান্টি ডোপিং অভিযান। যার তত্ত্বাবধানে থাকবেন ১৫০ জন বিজ্ঞানী।

প্রতিযোগিতার অর্ধেকের বেশি প্রতিযোগীর ডোপ টেস্ট করা হবে। এরই মধ্যে ৬ হাজার নমুনা পাঠানো হয়েছে বৈজ্ঞানীদের কাছে। মূলত ১৫০ জন বিজ্ঞানী পরীক্ষা-নিরীক্ষা করবেন প্রতিযোগীদের কাছ থেকে সংগ্রহ করা নমুনা। এছাড়া প্রতিযোগিতায় যারা পদক জিতবে তাদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অ্যান্টি ডোপিং অভিযান প্রচারে ‘টিম জিবি’র ব্যানারে যোগ দিয়েছেন ফিলিপ আইডো, বেথ ওয়েল, ডেভিড ওয়ের, গ্রাহাম এন্ডমন্ডস ও মারলন ডেভোনিশ। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে স্বর্ণ পদক জয়ী স্প্রিন্টার ডেভোনিশ বলেন, ‘অলিম্পিকে পদক জেতার অনুভূতি অন্যরকম। ডোপিং নয়; কঠোর পরিশ্রমের মধ্যদিয়ে একজন অ্যাথলেট দাঁড়ানোর সুযোগ পায় পদক জয়ের বেদিতে।’

এক হাজারের বেশি স্টাফ কাজ করবে অ্যান্টি ডোপিং ল্যাবরেটরিতে। প্রতিদিন ২৪০টি নিষিদ্ধ উপাদানের প্রায় চারশ নমুনা পরীক্ষা-নিরীক্ষা করবেন তারা।

খেলাধূলা