খুলনার ১০ জেলায় পরিবহন ধর্মঘট চলছে

খুলনার ১০ জেলায় পরিবহন ধর্মঘট চলছে

৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা বিভাগের ১০ জেলায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা এ ধর্মঘট ডেকেছেন।

এতে এ অঞ্চলের সব  রুটের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনির্দিষ্টকালের এ ধর্মঘটে খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর এ ১০ জেলার কোনো বাসস্ট্যান্ড থেকে গাড়ি ছাড়েনি।  ফলে  এসব এলাকার হাজার হাজার যাত্রীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসস্ট্যান্ডে  আয়শা বেগমের (৭০) নামে এক যাত্রী বাংলানিউজকে জানান,  যশোরে তার স্বামী অসুস্থ। দেখার মতো কেউ নেই। এ দিকে তিনি খুলনা বেড়াতে এসে পরিবহন ধর্মঘটের কারণে আটকে গেছেন।

আয়শা বেগমের মতো  পরিবহনের অভাবে শিল্পনগরী খুলনা, মংলাসহ জেলা উপজেলা পর্যায়ের চাকরিজীবী ও শ্রমিকদের অনেকেই গন্তব্যে যেতে পারেননি।

খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম বক্স দুদু বাংলানিউজকে জানান, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন, যাত্রী ও শ্রমিক হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি আরও জানান, কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত  এ ধর্মঘট অব্যাহত থাকবে।

 

বাংলাদেশ