আপনার মুখে দুর্নীতির কথা মানায় না- মওদুদকে নাসিম

আপনার মুখে দুর্নীতির কথা মানায় না- মওদুদকে নাসিম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, আপনি আজকে পদ্মাসেতু প্রসঙ্গে যে দুর্নীতির ধুম্রজাল ছড়াচ্ছেন তা আপনার মুখে মানায় না।

কারণ দেশের টাকায় আপনি লন্ডনে বাড়ি করেছেন সুতরাং আপনার মুখে দুর্নীতির কথা মানায় না।

রোববার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ আয়োজিত “পদ্মাসেতু নিয়ে বিএনপির জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদ” শীর্ষক আলোচনা সভায় নাসিম এ কথা বলেন।

তিনি আরো বলেন, পদ্মাসেতু নিয়ে বিএনপির মহাসচিব বলেছেন- পদ্মাসেতুর নামে আওয়ামী লীগ নির্বাচনী ফান্ড জোগাড় করছে। তিনি বলেন, এ বক্তব্যে তার হীনমন্যতার প্রকাশ পেয়েছে। পদ্মাসেতু নিয়ে তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছে- এতে তাদের ভোট বাড়বে না বরং কমবে।

তিনি আরো বলেন, আমাদের সামনে এখন পদ্মাসেতু সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পদ্মাসেতু ,যুদ্ধাপরাধীর বিচার এবং বিদ্যুৎসঙ্কট সমাধানের জন্য আগামীতে জনগণ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।

আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রিপন রায় লিপু।

রাজনীতি