জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, এমপি বলেছেন, খালেদার জিয়ার পিঠে রয়েছে দুর্নীতি ছাপ আর হাতে রয়েছে রক্তের দাগ।
স্বৈরাচার পতনের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বদল হলেও এখন পর্যন্ত গণতন্ত্র নিরাপদ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এখনো হত্যা, খুনের রাজনীতি চলছে উল্লেখ করে ইনু বলেন, মঈন উ, ফখরুদ্দীনের মতো উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তরা আবারও অবৈধ ক্ষমতা দখলের চক্রান্ত করছে।
রোববার রংপুর টাউন হলে জাসদের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি ইনু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে যেভাবে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের মদদ আর পৃষ্টপোষককতা করেছেন, সে জন্য তিনি দেশের জনগণের কাছে ক্ষমা চাননি। বরং এখনও তিনি যুদ্ধাপরাধীদের রক্ষায় তাদের পক্ষ নিয়েছেন। কোন পদ্ধতিতে আগামী নির্বাচন হবে, তা নিয়ে ষড়যন্ত্র করছেন।
এছাড়া ইনু খালেদা জিয়াকে যুদ্ধপরাধীদের পক্ষত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষ ত্যাগ না করলে তিনি মাইনাস হয়ে যাবেন। আফগানিস্তান আর পাকিস্তান এবং বাংলাভাই মার্কা গণতন্ত্র বাংলাদেশের মানুষ কোনো দিন মেনে নেবেনা।
রংপুর জেলা জাসদ সভাপতি ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরনল আম্বিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান, উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. এম এ করিম, ইকবাল হোসেন খান, মো. খালেদ, রেজাউল করিম তানসেন প্রমুখ।