হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পেলেন আফগান উচ্চশিক্ষামন্ত্রী

হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পেলেন আফগান উচ্চশিক্ষামন্ত্রী

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন আফগান সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। রোববার উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে তার গাড়ি বহরের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

রোববার সকালের দিকে পরিচালিত হামলা তার দু’জন দেহরক্ষী আহত হলেও প্রাণে বেঁচে যান মন্ত্রী আব্দুল্লাহ ওবায়েদ। এর মাত্র একদিন আগেই অপর এক হামলায় আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক শীর্ষ আফগান রাজনীতিক নিহত হন।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায় আফগানিস্তানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল্লাহ ওবায়েদ উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশ থেকে কুন্দুজ প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তার বহরের একটি গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে বিস্ফোরিত হয়। একই গাড়িবহরে বাগলানের প্রাদেশিক গভর্ণরও ছিলেন বলে জানা গেছে।

বাগলান শহরের নিকটবর্তী মহাসড়কে বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন বাগলানের গভর্নর মুনশি মজিদ। মাত্র এক দিন আগেই উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে নিজেকে উড়িয়ে দেন এক আত্মঘাতী হামলাকারী। এতে শীর্ষ আফগান রাজনীতিক আহমেদ খানসহ ২২ জন নিহত হয়।

এছাড়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে শুক্রবার অপর এক গাড়ি বোমা বিস্ফোরণে আফগান সরকারের মহিলা বিষয়ক এক শীর্ষ কর্মকর্তা নিহত হন।

অর্থ বাণিজ্য