প্র্যাকটিস ম্যাচের দলে আয়ারল্যান্ড তাদের কোনো মূল খেলেয়াড় রাখেনি। অবশিষ্ট একাদশ খেলাবে বাংলাদেশের বিপক্ষে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলেও যাতে খেলোয়াড়দের আগে ভাগে পড়ে ফেলতে না পারে সেজন্য এই কৌশল আইরিশ ক্রিকেট বোর্ডের।
খেলাবেই বা কেন, তাদের তো কন্ডিশন নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এসব ভাবতে হবে বাংলাদেশ দলকে। সে জন্যই একটু আগে ভাগে আয়ারল্যান্ড গেছে জাতীয় দল। সেখানে চারদিন অনুশীলন করেছে। দলের ম্যানেজার তানজিব আহমেদ সাদ জানিয়েছেন, রোববার প্র্যাকটিস ম্যাচের ভেন্যু স্টরমন্টের কেন্দ্রের উইকেটে ব্যাটিং সেশন করেছেন ক্রিকেটাররা।
বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক আগের দিন গিয়ে পৌঁছালেও রোববার অনুশীলন করেছেন। তামিম ইকবালও ব্যাটিং প্র্যাকটিস করেছেন। পেস বোলারদের নিয়ে আলাদা কাজ করছেন বোলিং কোচ শেন জার্গেনসেন। আয়ারল্যান্ড থেকে মোবাইলফোনে জাতীয় দলের ম্যানেজার বলছিলেন, ‘এখানে সব কিছু ভালো চলছে। আবহাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। প্র্যাকটিস নিয়েও সবাই খুশি।’
সোমবার দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে। এখানে জিতলে মানসিক ভাবে চাঙ্গা থাকবেন খেলোয়াড়রা। হারলে চিন্তার বিষয়।