যোগাযোগমন্ত্রীর আশ্বাসে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

যোগাযোগমন্ত্রীর আশ্বাসে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসে রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন শনিবার রাতে বাংলানিউজকে এ তথ্য জানান।

পুলিশের হয়রানি, চাঁদাবাজি বন্ধ করা ও অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের শাস্তিসহ ১০ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট গত বুধবার থেকে চলছিল।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছিলেন অটো রিকশা শ্রমিকরা।

ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন শনিবার রাতে বাংলানিউজকে বলেন, ‘‘মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’’

এদিকে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন রাজধানীর সড়কে অটোরিকশা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

বাংলাদেশ