ভিসি ও প্রো-ভিসির অপসারণের দাবিতে রাষ্ট্রপতি ও বুয়েটের আচার্য মো. জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টার দিকে বুয়েট ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অ্যালমনাই অ্যাসেসিয়েশনের নেতৃত্বে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
এ বিষয়টি নিশ্চিত করেন বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
তিনি বলেন, ‘‘আমরা রোববার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেবো। আশা করি, বুয়েটের আচার্য আমাদের বিষয়টি বিবেচনা করে ভিসি ও প্রো-ভিসিকে অপসারণ করে বুয়েট পরিবারকে রক্ষা করবেন।’’