প্রধান বিরোধী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মনে করেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এ ধারণার পেছনে তার যুক্তি, দলটি যেহেতু গাজীপুরের কাপাসিয়া উপনির্বাচনে অংশ নিচ্ছে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে
তারা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত “গণতন্ত্র ও জাতীয় সংসদ নির্বাচন: প্রেক্ষিত বাংলাদেশ“ শীর্ষক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত তুলে ধরেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “গাজীপুরের কাপাসিয়া উপ-নির্বাচনে অংশ নেবে বলে বিএনপি জানিয়েছে। সেখানে নাকি বিএনপি নেতা বিগ্রেডিয়ার (অব.) হান্নান শাহ অংশ নেবেন। কাজেই বিষয়টি পরিষ্কার যে তারা অন্তবর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে।“
বিএনপির উদ্দেশ্যে “রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই“ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “অনেক দেরিতে হলেও বিএনপি অবশেষে বুঝতে পেরেছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাদের এটা বিশ্বাস আছে বলেই উপ-নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। আমার বিশ্বাস, জাতীয় নির্বাচনে অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচন করবে এমন ঘোষণাও তারা শিগগিরই দেবে।“
পদ্মাসেতু প্রসঙ্গে দপ্তরবিহীন এ মন্ত্রী বলেন, “পদ্মাসেতু আমরা করতে যাচ্ছি। বিএনপি যতই বিভ্রান্তমূলক কথা বলুক, লাভ নেই। সেতু হলে তারা বুঝতে পারবে, দাতা দেশগুলোও বুঝতে পারবে। তখন সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সাহসী এ উদ্যোগকে স্বাগত জানাবে।“
বক্তব্যের আগে সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ সম্পাদিত `দিনবদলের সাফল্য এবং আওয়ামী লীগ সরকারের সাফল্য, বিশিষ্ট ব্যক্তিদের অভিমত` বইএর মোড়ক উন্মোচন করেন সুরঞ্জিত।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতিত্বে মো: জহির উদ্দীন মবু`র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা, বঙ্গবন্ধু মঞ্চের সাধারণ সম্পাদক আবদুল করিম খান প্রমুখ।