সোমবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

আগামী ১৬ জুলাই সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

এই দিনই শেখ হাসিনার কারাবরণ দিবস। ২০০৭ সালের এইদিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করে।

এই দিবসটি উপলক্ষ্যে দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যায় দেখা করতে যাবেন। এই দিবসটিকে আওয়ামী লীগ জন অধিকার হরণ দিবস হিসেবে পালন করবে।

এদিন বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশের আয়োজনও করা হয়েছে বলে জানা গেছে।

সন্ধ্যায় কার্যনির্বাহী সংসদের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ সভায় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধন জানিয়েছেন।

রাজনীতি