কাশ্মীরে সম্প্রতি আটক হওয়া এক পাকিস্তানি সেনাকে পাকিস্তানের কাছে ফেরত দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মোতায়েন ওই সেনা পথ হারিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এর পর তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয় ভারতীয় কর্তৃপক্ষ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উভয় দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চ সেক্টরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভারতীয় সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের পর ওই পাকিস্তানি সেনাকে ফেরত দিয়েছে ভারত।
আরিফ আলি নামের ১৯ বছর বয়সী ওই জওয়ান পাকিস্তান সেনাবাহিনীর ২২ ফ্রন্টিয়ার ফোর্সের চার্লি কোম্পানির সঙ্গে সংযুক্ত ছিলেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।