আফগানিস্তানে বিয়ে অনুষ্ঠানে হামলা, সাংসদসহ নিহত ২০

আফগানিস্তানে বিয়ে অনুষ্ঠানে হামলা, সাংসদসহ নিহত ২০

আফগানিস্তানের উত্তরাঞ্চলে শনিবার সকালে বিয়ে অনুষ্ঠানে বোমা হামলায় এক সংসদ সদস্যসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।  কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আহত হয়েছে আরো কমপক্ষে ৪০ জন।

সামানগান প্রদেশের সংসদ সদস্য আহমেদ খানের মেয়ের বিয়ে অনুষ্ঠান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। হামলায় তিনি নিহত হয়েছেন।

এ হামলায় প্রাদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান মোহাম্মদ খানও নিহত হয়েছেন। আর আহতদের বেশিরভাগই পার্লামেন্টের সিনেটর এবং সংসদ সদস্য বলে জানা গেছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে মহিলা বিভাগের আঞ্চলিক প্রধান হানিফা সাফি বোমা হামলায় নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো।

হানিফা সাফি নিজে গাড়ি চালিয়ে লাঘমেন প্রদেশের রাজধানী মেহতার লামের মধ্য দিয়ে যাওয়ার সময় গাড়িতে আগে থেকে সংযুক্ত বোমাটি বিস্ফোরিত হলে তিনি নিহত হন।

সাফি আফগানিস্তানের নারীদের নিরাপত্তা এবং উন্নয়নের কাজে নিয়োজিত ছিলেন।

মহিলা বিষয়ক আঞ্চলিক প্রধান হিসেবে সাফি নিয়োগ পান ২০০৮ সালে। তাকে একজন সাহসী নারী হিসেবেই সবাই চিনত। আফগানিস্তানে নারীদের অবস্থার উন্নতির জন্য তিনি বেশ কিছু সাহসী উদ্যোগ নিয়েছিলেন।

এক দশক আগে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মহিলা বিষয়ক বিভাগ চালু করা হয়। এর পর কান্দাহার প্রদেশে প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান সাফিয়া আসা জান। ২০০৬ সালে তালেবানরা তাকে গুলি করে হত্যা করে।

আন্তর্জাতিক