আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৪২তম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকার হোটেল পূর্বানীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য মো. হারুন-অর-রশীদ খাঁন, নাজমুল আহসান খালেদ এবং ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ।
এ সময় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাঈমুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ-উল-আলমসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।