টানা দর পতনের পর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া প্যাসিফিকের বিভিন্ন শেয়ারবাজার আবার ঘুরে দাঁড়িয়েছে।
এদিকে স্পেনকে ইউরোজোনের অর্থমন্ত্রীদের আরও তিন হাজার কোটি ইউরো ঋণ সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদনের পর ইউরোপের শেয়ারবাজারগুলোতে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। যার ধারাবাহিকতা এখনও চলছে।
শনিবার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অধিকাংশ স্টক এক্সচেঞ্জে সূচকের উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে ইউরো স্টক্স ৫০ প্রাইস ইইউআর’র সূচক ৩১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৯ পয়েন্টে, এফটিএসই ১০০ সূচক ৫৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬৬ পয়েন্টে এবং সিএসি ৪০ সূচক ৪৫ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে তিন হাজার ১৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে জার্মানির ডোসি বোর্স এজি জার্মান স্টক ইনডেক্স ডিএএক্স ১৩৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৫৭ পয়েন্টে, আইবিইক্স ৩৫ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৪ পয়েন্টে, এফটিএসই এমআইবি সূচক ১৩০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭১৪ পয়েন্টে, সুইস মার্কেন্ট সূচক ৩৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮১ পয়েন্টে এবং স্টক্সস ইউরোপ ৫০ প্রাইস সূচক ২৮ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৩৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে এশিয়ার বাজারগুলোতে টানা ষষ্ঠ দিনের মতো সূচকের ব্যাপক পতনের পর শনিবার আবার মিশ্র প্রবণতা লক্ষ্য করা যায়। এশিয়ার প্রধান বাজারগুলোর মধ্যে জাপানের নিক্কি-২২৫ সূচক ৪ দশমিক ১১ পয়েন্ট কমে ৮ হাজার ৭২৪ পয়েন্টে, টোকিও স্টক এক্সচেঞ্জে ১ দশমিক ১৫ পয়েন্ট কমে ৭৪৬ পয়েন্টে, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ৬৭ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯২ পয়েন্টে, এসঅ্যান্ডপি ২শ সূচক ১৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২ পয়েন্টে, এস অ্যান্ড পি এশিয়া ৫০ সিএমই সূচক ২৮ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৩২ পয়েন্টে এবং কোরিয়া স্টক এক্সচেঞ্জ কেওএস সূচক ২৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১২ পয়েন্টে, সাংহাই শেনঝেং সিএসআই ৩০ সূচক ১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫০ পয়েন্টে এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক ০ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৫ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, শনিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ব্যাপক চাঙাভাব লক্ষ্য করা গেছে। আমেরিকার অধিকাংশ শেয়ারবাজারের সূচক ঊর্ধ্বমুখী। শনিবার যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারগুলোর মধ্যে ডাউ-জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ মূল্যসূচক ২০৩ হয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৭ পয়েন্ট, এস অ্যান্ড পি ৫০০ ইনডেক্স ২২ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৬ পয়েন্টে, নাসডাক কম্পোজিট সূচক ৪২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯০৮ পয়েন্ট এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ১২০ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭৫৮ পয়েন্টে, সান্টিয়াগো স্টক এক্সচেঞ্জে ৭৬ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে সূচক ২০ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া, মেক্সিকান স্টক এক্সচেঞ্জ মেক্সিকান বোলসা আইপিসি সূচক ২৩০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ৪০ হাজার ৪৯৮ পয়েন্ট, মেক্সিকান স্টক এক্সচেঞ্জ আইএনএমইএক্স সূচক ১৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।