বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র ছয় জন আইকন ক্রিকেটার চূড়ান্ত করা হয়েছে। ঢাকা বিভাগে মোহাম্মদ আশরাফুল, চট্টগ্রাম বিভাগের তামিম ইকবাল, রাজশাহী বিভাগের মুশফিকুর রহিম, খুলনা বিভাগে সাকিব আল হাসান, সিলেট বিভাগে অলক কাপালী এবং বরিশাল বিভাগে শাহারিয়ার নাফিসকে আইকন ক্রিকেটার হিসেবে নির্বাচন করেছে বিপিএল কমিটি।
এই ছয় আইকন ক্রিকেটারকে নিলামে তোলা হবে না। স্ব স্ব দলের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের চেয়ে পাঁচ শতাংশ বেশি পাবেন এই আইকন প্লেয়াররা।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আইকন প্লেয়ার ছাড়াও তিনভাগে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হবে। সবচেয়ে বেশি ফ্লোর প্রাইজ নির্ধারণ করা হয়েছে এ তালিকার খেলোয়াড়দের জন্য। এরপর পর্যায়ক্রমে ‘বি’ এবং ‘সি’ তালিকার খেলোয়াড়দের পরিশ্রমিকের নূন্যতম মূল্য ধরা হয়েছে।
আইকন প্লেয়ার হতে পেরে আশারাফুলের খুশিটা অন্যরকম,‘আমি ঢাকার হয়েই ক্রিকেট শুরু করেছিলাম। এখনও ঢাকার হয়ে খেলি। সত্যিই খুব ভালো লাগছে আমাকে আইকন প্লেয়ার করায়।’
শাহরিয়ার নাফিস ভাবতেও পারেননি আইকন বিপিএল’র আইকন প্লেয়ার হতে পারবেন,‘এত ক্রিকেটারের মধ্যে মাত্র ছয়জন আইকন প্লেয়ার। আমাকে তাদের মধ্যে রাখায় আল্লাহ’র কাছে কৃতজ্ঞ।’
সিলেটের আইকন প্লেয়ার অলক কাপালী যেমন বলছেন,‘আমি জাতীয় দলে খেলছি। এখন বিপিএলে আইকন প্লেয়ার হওয়ায় আমার ক্রিকেট ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করবে। আমার চেষ্টা থাকবে ভালো খেলে পরেও আইকন প্লেয়ার হওয়া।’
তামিম ইকবালের জানাই ছিলো চট্টগ্রামের আইকন প্লেয়ার হচ্ছেন তিনি। সেজন্য অতটা উচ্ছ্বাস তার মধ্যে ছিলো না।
মঙ্গলবার বিসিবি কার্যালয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় স্থানীয় খেলোয়াড়দের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়দেরকে আগামী ১৪ জানুয়ারির নিলামে তোলা হবে।
সভায় বিপিএল উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রধান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল। রাসেলের সংসদীয় কমিটির বাকি সদস্যরাও উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে থাকবেন।
এদিকে সূত্র জানিয়েছে বিপিএল’র দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের একটি প্রতিষ্ঠান। বুধবার ঢাকায় আসবে আগ্রহী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।