শিল্পাচার্য জয়নুল আবেদিন এর নামের বানান শুদ্ধ করে পুনরায় বাজারে ছাড়া হচ্ছে ৫০ টাকা মূল্যমানের নতুন সেই নোট।
রোববার থেকে এ নোট বাজারে ছাড়া হচ্ছে। তবে কোনো আনুষ্ঠানিকতা করা হচ্ছে না। এর আগে গত ৭ মার্চ অন্য আরো দুটি নোটের সঙ্গে ৫০ টাকার নোটও প্রচলনে দেওয়া হয়। কিন্তু তাতে শিল্পাচার্য ‘জয়নুল আবেদিনের’ নামের বানান ভুল করে ‘আবেদীন’ ছাপা হয়েছিলো।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি এবং গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এ তথ্য জানান।
প্রসঙ্গত, বিশিষ্ট শিল্পী জয়নুল আবেদিনের নামের বানান ভুলের বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসে। বিষয়টি নিয়ে ঘটনার দিনই বাংলানিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে। পরে গভর্নরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের এক জরুরি বৈঠকে নোটটি সংশোধন করে ছাপার আগ পর্যন্ত প্রচলনে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়। এছাড়া এ নোট নতুন করে মুদ্রনেরও উদ্যোগ নেওয়া হয়।
তথ্যমতে, ৫০ টাকার ঐ নোটের পেছনে শিল্পাচার্যের একটি জলরং চিত্রকর্ম ব্যবহার করা হয়। গ্রামীণ কৃষকের ছবি সম্বলিত ‘মই দেয়া’ শিরোনামের ঐ ছবিতে শিল্পীর নাম ভুল করে জয়নুল আবেদীন লেখা হয়েছিলো।
এএফএম আসাদুজ্জামান জানান, “কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রোববার থেকে সংশোধন করে ৫০ টাকার নোটটি বাজারে ছাড়া হচ্ছে। এদিন থেকে বাংলাদেশ ব্যাংক এবং তফসিলি ব্যাংকগুলোর শাখা থেকে এ নোট লেনদেনে চলে যাবে।”