রাজধানীর কামরাঙ্গীরচরে শনিবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

রাজধানীর কামরাঙ্গীরচরে শনিবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

রাজধানীর কামরাঙ্গীরচর থানা বিএনপির সদস্য সচিব মোঃ নাঈমসহ ১২ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে থানাজুড়ে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। কামরাঙ্গীরচর থানা বিএনপির ডাকা দিনব্যাপী এ হরতালে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর বিএনপি।

কামরাঙ্গীরচর থানা বিএনপির অভিযোগ, নাঈমসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে ও তাদের মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।

১২ ঘণ্টার এ হরতালে সমর্থন জানিয়ে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দেওয়াসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা বনভোজনের জন্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক্কালে ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিকেলে কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক হাজী রফিক এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

 

রাজনীতি