চট্টগ্রামের ফটিকছড়িতে নেছার আহমেদ ওরফে তোতা মিয়া নামে এক প্রবাসীকে হত্যার দায়ে নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৮ মার্চ) বিকেল চট্টগ্রামের চতুর্থ দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আকতার এ আদেশ দেন। রায় ঘোষণার সময় মামলার এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার জহিরুল ইসলাম।
দণ্ডিত আসামিরা হলেন- লেডা নাছির, বাবুল, নুরুল ইসলাম, যোবায়ের, দিদার, আবু বক্কর প্রকাশ বাসিক, জংগু, ইসমাঈল ও শাহীন। দণ্ডিত আসামিদের মধ্যে শাহীন নামে একজন ছাড়া অন্য ৮ জন আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানা যায়, ২০০৩ সালের ১ জানুয়ারি ফটিকছড়ির রাঙ্গামাটিয়ার বাসিন্দা লেডা নাছিরের কাছে ৫ হাজার টাকা পেতেন প্রবাসী নেছার আহমেদ ওরফে তোতা। এই টাকা ফেরত চাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হন নাছির। টাকা দেওয়ার নামে কৌশলে নেছার আহমদকে ডেকে নিয়ে দণ্ডিত আসামিরা জবাই করে খুন করে। এঘটনায় ৮ জনকে আসামি করে পরদিন তার স্ত্রী মোর্শেদা আক্তার বাদি হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে আরও দুইজনসহ মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় আদালতে।
২০০৭ সালের ২০ মার্চ দশজনের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এরই মধ্যে চার্জশীটভূক্ত আসামি কপাল কাটা নাছির মারা গেলে তাকে ছাড়াই বিচার কাজ চলে।
মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে চট্টগ্রামের অতিরিক্ত ৪র্থ দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আক্তার জীবিত ৯ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।