দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ‘‘আমরা ড. মুহম্মদ ইউনূসকে অস্বীকার করি না। ড. ইউনূস আমাদের অভাবী দেশের সম্পদ, তিনি আমাদের গর্ব। কিন্তু জাতি যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে তিনি জড়িত থাকুন, তা আমরা চাই না। আমরা আশা করি, বিশ্বব্যাংক তার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবে।’’
শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ‘নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বিএনপির নেতিবাচক রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, ‘‘সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন যে, সরকার বিশ্বব্যাংকের সঙ্গে যুদ্ধ করছে। আমি বলবো, আমরা যুদ্ধ করছি না। বিশ্বব্যাংক যে ভুল করছে, তার ভুল সে নিজেই বুঝতে পারবে। আমরা মনে করি, বিশ্বব্যাংক সঠিক সিদ্ধান্ত নেয়নি। শিগগিরই আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের কাজ শুরু হবে।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান।