বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বেধে দেওয়া সময় অনুসারে রোববারের মধ্যে সকল বীমা কোম্পানিগুলোকে গাড়ি ব্যবহার সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
গত ৭ জুন আইডিআরএ’র সদস্য ফজলুল করিম স্বাক্ষরিত এক নির্দেশনার মাধ্যমে সকল বীমা কোম্পানির চেয়ারম্যান, উদ্যোক্তা পরিচালক, স্পন্সর পরিচালক, উপদেষ্টা, কনসালটেন্ট, প্রধান কার্যলয়সহ ঢাকার বাইরের অফিসে ব্যবহৃত গাড়ির বিস্তারিত বর্ণনা চাওয়া হয়।
আইডিআরএ’র ওই নির্দেশনা অনুসারে ১৫ জুলাইয়ের মধ্যে কর্তৃপক্ষকে এ সংক্রান্ত তথ্য দিতে হবে।
আইডিআরএ সদস্য স্বাক্ষরিত ওই চিঠিতে ব্যবহৃত গাড়ির নাম, মডেল, তৈরির তারিখ, সিসি, গাড়ির রেজিস্ট্রশন নং ও তারিখ, সরবরাহকারীর নাম ঠিকানা, গাড়ির মূল্য, গাড়ি কেনার তারিখ, ব্যবহারকারী, গাড়ি ব্যবহারের কারণ, ব্যবসার লক্ষ্যমাত্রা, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ, গাড়ির মেরামত খরচ, তেল বা সিএনজি খরচের তথ্য দিতে বলা হয়।
বীমা কোম্পানিতে বিরাজমান দুর্নীতি ও অনিয়ম বন্ধের মাধ্যমে এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই আইডিআরএ এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, অনেক কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকরা কোম্পানির অর্থে নিজের ও পরিবারের জন্য একাধিক গাড়ি ব্যবহার করছে। এছাড়া গাড়ি কেনার প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দেখিয়ে কোম্পানির অর্থ আত্মসাৎ করছে।
এরই অংশ হিসেবে কোম্পানির চেয়ারম্যানদের গাড়ির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্তও নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।
শিগগিরই আইডিআরএ এ মূল্য নির্ধারণ করে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করবে বলেও জানা গেছে। এতে গাড়ির সর্বোচ্চ মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা নির্ধারণ করা হতে পারে।