তাফাকুল ইসলামী ইন্স্যুরেন্স: সিইও নিয়োগে আইডিআরএ’র নির্দেশ

তাফাকুল ইসলামী ইন্স্যুরেন্সকে প্রধান নিবাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত চার মাস ধরে তাফাকুল ইসলামী ইস্যুরেন্সের প্রধান নির্বাহীর পদটি খালি রয়েছে। এর প্রেক্ষিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জয়নুল হুদাকে সিইও হিসেবে নিয়োগ দিতে কোম্পানির পক্ষ থেকে আইডিআরএ’র কাছে গত ২৫ এপ্রিল আবেদন জনানো হয়।

কিন্তু, ওই আবেদন নকচ করে দিয়ে কোম্পানিটির ব্যবস্থাপনায় নতুন মূখ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশনা দিলো আইডিআরএ।

এ পদ পূরণের জন্য আগামী ২৬ জুলাই পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা।

অর্থ বাণিজ্য