দেশে এল বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেত বলাকা’

দেশে এল বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেত বলাকা’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কানাডার ডিহ্যাবিল্যান্ড থেকে কেনা নতুন ড্যাশ-৮ উড়োজাহাজের তৃতীয়টি ‘শ্বেত বলাকা’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বিকেল ৫টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় উড়োজাহাজটি। ‘শ্বেত বলাকার’ পৌঁছানো উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী।

অ্যাডভোকেট মাহবুব আলী জানান, ১৪ই মার্চ আকাশতরী ও শ্বেতবলাকা বিমানের বাণিজ্যিক যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উড়োজাহাজটি অভ্যন্তরীণ রুটে সেবা দেয়ার পাশাপাশি চেন্নাই, কোলকাতা, কাঠমান্ডু রুটেও চালানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী এর নামকরণ করেছেন শ্বেতবলাকা। এ নিয়ে বিমানের বহরে মোট ২১টি উড়োজাহাজ যুক্ত হলো। এছাড়া, টোকিও ও টরেন্টো রুটে শিগগিরই বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হবে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ শীর্ষ খবর