পারস্য উপসাগরে ড্রোন সাবমেরিন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরে ড্রোন সাবমেরিন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগর এবং তৎসংলগ্ন আরব সাগরীয় এলাকায় রোবোট সাবমেরিনের একটি বহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য সামরিক অচলাবস্থায় হরমুজ প্রণালি বন্ধের ইরানি হুমকি প্রতিহত করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

সি-ফক্স ড্রোন নামে অভিহিত দূরনিয়ন্ত্রিত এ রোবোট সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পারস্য উপসাগরীয় কমান্ড পঞ্চম নৌবহরের অধীনে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকায় সর্ব প্রথম এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। সমুদ্রের পানির তলদেশ দিয়ে চলতে সক্ষম এ ড্রোন সাবমেরিনগুলোর দৈর্ঘ্য চার ফুট। অত্যাধুনিক এ ড্রোন সাবমেরিনগুলো সমুদ্রে ব্যবহার উপযোগী ক্যামেরা ও সোনার (সমুদ্রের তলদেশে নজরদারি করার যন্ত্র) সমৃদ্ধ বলে জানা গেছে।

নিকটবর্তী জাহাজ থেকে তারের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত হয়। রোবোট সাবমেরিনগুলোর জার্মান প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাটলাস ইলেক্ট্রনিক্স জানিয়েছে, এই ড্রোনগুলো এক কিলোমিটার পরিধির মধ্যে কার্যক্রম চালাতে সক্ষম। এগুলো মাইন বিধ্বংসী বিস্ফোরকও বহন করতে পারে বলে জানা গেছে। সি-ফক্স যানগুলোকে উপসাগরীয় এলাকায় মোতায়েন যুক্তরাষ্ট্র নেভির মাইন বিরোধী জাহাজ থেকে পরিচালিত করা হবে বলে জানিয়েছেন একজন নৌ কর্মকর্তা।

পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করে রাখা হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের রপ্তানিকৃত তেলের এক পঞ্চমাংশ পরিবহন হয়। সম্প্রতি ইরান হুমকি দেয় যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা তাদের ওপর হামলা চালানোর কোনো পদক্ষেপ নিলে জবাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।

এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সমর সম্ভারের উপস্থিতি বৃদ্ধি করে চলেছে। এর অংশ হিসেবে গত জুনে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে বেশ কয়েকটি মাইন বিধ্বংসী জাহাজ মোতায়েন করে। এছাড়া অতিরিক্ত আরো চারটি মাইন বিধ্বংসী জাহাজ পারস্য উপসাগরে মোতায়েন পঞ্চম নৌবহরের সঙ্গে যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে এম এইচ-৫৩ ‘সি স্টালিয়ন’ হেলিকপ্টার মোতায়েন করেছে। এ হেলিকপ্টারগুলো সমুদ্রে মাইনবিরোধী তৎপরতা চালাতে সক্ষম। পাশাপাশি ইউএসএস পন্স নামের একটি ভাসমান নৌ ব্যারাকও বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের ঘাঁটিতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের আল ডাফরা বিমান ঘাঁটিতে এক স্কোয়াড্রন এফ-২২ স্টিলথ জঙ্গি বিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের ধারণা ভবিষ্যতের যে কোনো সংঘাতে নিজেদের অসংখ্য দ্রুতগামী ফার্স্ট অ্যাটাক অফশোর ও ইনশোর বোট এবং ডজনেরও বেশি সাবমেরিনের সাহায্যে ইরান পারস্য উপসাগরকে মাইনক্ষেত্রে পরিণত করতে পারে।

আন্তর্জাতিক