আফগানিস্তানে পৃথক দু’টি বোমা বিস্ফোরণে এক ন্যাটো সেনা ও এক সরকারি কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে শুক্রবার।
ন্যাটো জানিয়েছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তাদের এক সেনা নিহত হয়। তবে নিহত সেনার জাতীয়তা বা ঘটনার বিবরণের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি ন্যাটো।
এছাড়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের একজন সরকারি কর্মকর্তা তার স্বামীসহ নিহত হয়েছেন বলে জানা গেছে।
লাগমানের প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান,ওই কর্মকর্তা এবং তার স্বামী প্রাদেশিক রাজধানী মেহতারলামে শুক্রবার সকালের দিকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন।
এসব হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে আফগান সরকারি কর্মকর্তা এবং বিদেশী বাহিনীর ওপর প্রায়ই হামলা চালিয়ে থাকা আফগানিস্তানের বিদ্রোহী তালেবানরাই এসব ঘটনার সঙ্গে জড়িত।